দেশেই অগ্নিদগ্ধদের চিকিৎসা প্রদানে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
অগ্নিদগ্ধ কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশ যেতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এছাড়া অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে উন্নত যন্ত্রপাতি আনার পাশাপাশি ডাক্তার ও নার্সদের বাইরে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 
বুধবার (২৪ অক্টোবর)  শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০০ শয্যা বিশিষ্ট এই ইনস্টিটিউটে বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতিসহ উন্নততর চিকিৎসা ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেন তিনি।  
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকার কাজ করে যাচ্ছে- উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমরা দেশের মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। মানুষের মৌলিক চাহিদা পূরণ করা একান্ত কাম্য। সেই লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।’
ডাক্তার ও নার্সের সংখ্যা বাড়ানো হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে জনসংখ্যা বেশি কিন্তু ডাক্তার ও নার্সের সংখ্যা কম। সে কারণে ডাক্তার ও নার্সের সংখ্যা বাড়ানো এবং তাদের বাইরে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি।’ 
প্রতিটি জেলায় বার্ন ইউনিটের চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি জেলার হাসপাতালগুলোকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। সেখানেও বার্ন ইউনিট তৈরি করার চেষ্টা করছি। এছাড়া প্রত্যেক উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিচ্ছি।’  
এসময় বার্ন ইউনিটের কাজ দ্রুত সম্পন্ন করায় যারা সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান। 

Comments

  1. আপনার সাইটের পোস্ট লেখার অনুমান খুবই ভাল.আপনার সাইটের পোস্ট লেখার অনুমান খুবই ভাল। নিবন্ধগুলি লেখার সময় আপনি যে সহজ ভাষায় ব্যবহার করেন সেটি উপলব্ধি করা হয়। আপনি যা তথ্য দিয়েছেন তা আমার কাছে অনেক মূল্যবান হবে, আমি আশা করি

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কুমিল্লার মামলায় খালেদার জামিন ফের নামঞ্জুর