কুমিল্লার মামলায় খালেদার জামিন ফের নামঞ্জুর
![]() |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ছবি : সংগৃহীত)
|
কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্টে। বুধবার (২৪ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।
এর আগে ১৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আইনজীবীরা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে চৌদ্দগ্রাম পৌরসভার হায়দারপুল এলাকায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেয় হরতালের সমর্থকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিন দুপুরে ওমর ফারুক মিয়াজী নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খালেদা জিয়াসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
Thanks for taking the time and writing this post Well explained.. The simplest language you use when writing articles is appreciated.The information you give will prove to be of great value to me,I hope that. Thanks for sharing this amazing information
ReplyDelete