Posts

কুমিল্লার মামলায় খালেদার জামিন ফের নামঞ্জুর

Image
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ছবি : সংগৃহীত) কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্টে। বুধবার (২৪ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন। এর আগে ১৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আইনজীবীরা। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে চৌদ্দগ্রাম পৌরসভার হায়দারপুল এলাকায় পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দেয় হরতালের সমর্থকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই দিন দুপুরে ওমর ফারুক মিয়াজী নামের এক শিবিরকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী খালেদা জিয়াসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। 

দেশেই অগ্নিদগ্ধদের চিকিৎসা প্রদানে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) অগ্নিদগ্ধ কাউকে যেন চিকিৎসার জন্য বিদেশ যেতে না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এছাড়া অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে উন্নত যন্ত্রপাতি আনার পাশাপাশি ডাক্তার ও নার্সদের বাইরে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।  বুধবার (২৪ অক্টোবর)  শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ৫০০ শয্যা বিশিষ্ট এই ইনস্টিটিউটে বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতিসহ উন্নততর চিকিৎসা ব্যবস্থা থাকবে বলে নিশ্চিত করেন তিনি।   জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে সরকার কাজ করে যাচ্ছে- উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমরা দেশের মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। মানুষের মৌলিক চাহিদা পূরণ করা একান্ত কাম্য। সেই লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।’ ডাক্তার ও নার্সের সংখ্যা বাড়ানো হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে জনসংখ্যা বেশি কিন্তু ডাক্তার ও নার্সের...